শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

ফেসবুকের সব সুন্দরীই আসলে সুন্দর নাও হতে পারে ।

ফেসবুকের অনেক বিজ্ঞাপনে সুন্দর চেহারার ছেলে-মেয়ের ছবি দেখানো হয়। এসব ছবি দেখে আশ্চর্য হবেন না। এর পেছনে থাকে অনেক ফটোশপ, গ্রাফিকসের কাজ। এ ধরনের ছবি বা ভিডিও সাধারণত ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যবহার করা হয়। সম্প্রতি ফেসবুকে ভুয়া প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনে এমন চটকদার ছবি ও ভিডিওর ব্যবহার বেড়েছে।


প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ফেসবুকে অনেক লোভনীয় অফার থাকে। আকর্ষণীয় ও চটকদার বিজ্ঞাপনের আড়ালে ব্যবহারকারীকে প্রলুব্ধ করার মতো অনেক কিছুই আছে ফেসবুকে। যেমন: ফেসবুকে রং ফরসাকারী অনেক ক্রিমের চটকদার ভিডিও দেখা যায়। এসব ভিডিওতে এমন ক্রিম দেখানো হয়, যাতে বলিরেখা বা ত্বকের দাগ দ্রুত দূর হওয়ার বিষয়টি দেখানো হয়। ত্বক সুন্দর দেখাতে এসব বিজ্ঞাপন এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে দর্শকেরা সহজে আকৃষ্ট হন। উচ্চমানের ছবি, পেশাদার গ্রাফিকস ও আকর্ষণীয় বার্তা দিয়ে এসব ক্রিম কিনতে বলা হয়।

ব্যবহারকারীর সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুকে নানান চটকদার বিজ্ঞাপন ছাড়া হয় বলে সতর্ক করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁরা বলেন, যাঁরা কার্ড ব্যবহার করে এ ধরনের পণ্য কেনেন, তাঁদের ঠকার ঝুঁকি বেশি থাকে।
এ ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটে এ ধরনের বিজ্ঞাপনে ক্লিক করা থেকে ব্যবহারকারীকে বিরত থাকতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। যদি কারও এ ধরনের পণ্য সম্পর্কে জানার আগ্রহ থাকে, তবে তাঁদের উচিত শুরুতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে সার্চ করে খোঁজ নেওয়া। তথ্যসূত্র: স্নোপস, বিজনেস ইনসাইডার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন