কয়েক
দিন ধরেই ভারতে প্রাদুর্ভাব ঘটেছে সোয়াইন ফ্লু’র। এতে মারাও গিয়েছেন
অনেকে। এবার এই ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড সুন্দরী সোনম কাপুর।
এনডিটিভির
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে প্রবল জ্বরে আচ্ছন্ন সোনমকে হাসপাতালে
ভর্তি করা হয়। সেখানে তাঁর রক্ত পরীক্ষা করা হয়। সোনমের রক্তের নমুনায়
পাওয়া যায় সোয়াইন ফ্লু’র ভাইরাস। রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি
রয়েছেন এই নায়িকা।
গত
১০দিন ধরে রাজস্থানের রাজকোট শহরের কাছে গোনডালে ‘প্রেম রতন ধন পাও’ ছবির
শুটিংয়ে করছিলেন সোনাম। এখানে এসেই প্রবল জ্বরে আক্রান্ত হন তিনি। পরে
হাসপাতালে নেয়ার পর সোয়াইন ফ্লু’র উপস্থিতি টের পাওয়া যায়।
স্টার্লিং
হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ড. চিরাগ মাত্রাভেদি টাইমস
অব ইন্ডিয়াকে বলেছেন, হাসপাতালের আলাদা একটি ওয়ার্ডে সোনম কাপুরকে
পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি মুম্বাইতে সোয়াইন
ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোনমের প্রশিক্ষকও সোয়াইন ফ্লু’তে আক্রান্ত
এবং তিনি মুম্বাইয়ে তিনি চিকিত্সাধীন আছেন।
সূরজ আর বরজাতা পরিচালিত ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সোনমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে, সলমান খানকে।
প্রসঙ্গত, আগেও এই ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পরেছিলেন নায়িকা। সেবারও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন