রবিবার, ১ মার্চ, ২০১৫

প্রেম করছেন এমা-প্রিন্স হ্যারি!

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এমা ওয়াটসনের প্রেমে পড়েছেন হ্যারি! না না, এই হ্যারি ‘হ্যারি পটার’-এর হ্যারি নয়, ইংল্যান্ডের ছোট যুবরাজ। ‘ওমেন্স ডে’ দাবি করেছে, প্রিন্স হ্যারি ও এমা ওয়াটসন গোপনে প্রেম করছেন।
বেশ কিছুদিন হলো প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই যুগলকে। কখন লেট নাইট পার্টি, তো কখনো পাঁচতারা হোটেলে লাঞ্চ। সকাল থেকে রাত, সবর্দা নাকি একসঙ্গে সময় কাটাছেন এই জুটি। তবে লুকিয়ে নয়, সবটাই প্রকাশ্যে। আর এ থেকেই সন্দেহ দানা বাঁধছে যে, হ্যারি-এমা প্রেম করছেন।

 
প্রেমের এই গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে, এমার সঙ্গে ম্যাট জেনির দীর্ঘদিনের সম্পর্কের ইতি। আর এটি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমেও সৃষ্টি হয়েছে তুমুল সমালোচনার ঝড়। এই আলোচনাকে কেন্দ্র করে দুইভাগ সাইবার দুনিয়া। এক দল চাইছেন, এমার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক গুজব নয়, যেন এই প্রণয়ের সম্পর্ক বাস্তবে রূপ পায়। অন্যদিকে নিন্দুকেরা বলছেন, আভিজাত্যের জন্যই নাকি এমা আঁঁকড়ে ধরতে চাইছেন যুবরাজকে।
তবে এই সব গুঞ্জণকে নাকোচ করে দিয়েছেন এমা। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, ‘বিশ্বকে এটা মনে রাখতে হবে যে, মিডিয়াতে যা লেখা হয় তার সবকিছু বিশ্বাস করতে হয় না। ... একই সঙ্গে কোনো প্রিন্সকে বিয়ে করা প্রিন্সেস হওয়ার জন্য পূর্বশর্ত নয়।’
টুইটার বার্তায় এমা ‘অল গার্লস আর প্রিন্সেস’ শিরোনামে ইউটিউবের একটি ভিডিও সংযুক্ত করেছেন। সূত্র: কলকাতা২৪ ও ফক্স নিউজ।

কিম কার্ডাশিয়ান :এক রাতের জন্য ১ মিলিয়ন ডলার!


 হলিউড অভিনেত্রী কিম কার্ডাশিয়ানকে এক রাত কাটানোর জন্য ১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ আদিল আল ওতাইব। কানাঘুষা চলছে যে যুবরাজের এই প্রস্তাব নাকি কিম গ্রহণও করেছেন!
জানা গেছে, নতুন বছরের জানুয়ারিতে সৌদি রাজ পরিবারের কয়েক দিনব্যাপী একটি পার্টিতে কিম কার্ডাশিয়ানকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ। শুধু তাই নয়, সারা রাত যুবরাজের সাথে রাত কাটানোর জন্য তাকে এই বিপুল অংকের অর্থের প্রস্তাবও দেওয়া হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্রাগামে কিমকে এই প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ।


অবশ্য এই ধরণের প্রস্তাব কিমের জন্য এটাই প্রথম নয়, এর আগে ২০১৩ সালে ভিয়েনা বলে ৮১ বছরের রিচার্ড লাগনারের সাথে এক রাত কাটানোর জন্য ৫০,০০০০ ডলার ব্যাগে পুরেছিলেন কিম। এবার সৌদি যুবরাজের প্রস্তাব এই অংককেও ছাড়িয়ে গেছে। তবে এই প্রস্তাব এখনো অফিসিয়ালভাবে গ্রহণের কথা স্বীকার করেননি এই হলিউড অভিনেত্রী। পার্টিতে প্রতি রাতের জন্য কিমকে প্রস্তাব দেওয়া হয়েছে এক মিলিয়ন ডলার করে।
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী সংসার করছেন র্যা পার কেন ওয়েস্টের সাথে। তার একটি কন্যা সন্তানও রয়েছে।

১০০ পুরুষের সঙ্গে সানি লিওন

প্রতিযোগিতা থেকে বেছে নেয়া ১০০ জনের সাথে ডেট করেছেন পর্নো তারকা ও অভিনেত্রী সানি লিওন। ভারতের এডিকশন ডিওডোরেন্ট এর উৎপাদনকারী কোম্পানি ম্যানকাইন্ড ফার্মা আয়োজিত প্রতিযোগীয় বিজয়ীদের মধ্য থেকে ১০০ পুরুষকে বেছে নেয়া হয়। এরা পরবর্তীতে সানি লিওনের সাথে ডিনারে অংশগ্রহণ করেন। তারা সানি লিওনের সাথে ডিনার ছাড়াও, সময় কাটানো ও কাছে থেকে জানার সুযোগ পায়।

 
রাগিণী এমএমএস-২ তারকা সানি লিওন জানান, ১০০ জন সাহসী পুরুষের সাথে ডেট করতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
 

সোয়াইন ফ্লু’তে আক্রান্ত সোনম কাপুর

কয়েক দিন ধরেই ভারতে প্রাদুর্ভাব ঘটেছে সোয়াইন ফ্লু’র। এতে মারাও গিয়েছেন অনেকে। এবার এই ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড সুন্দরী সোনম কাপুর।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে প্রবল জ্বরে আচ্ছন্ন সোনমকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর রক্ত পরীক্ষা করা হয়। সোনমের রক্তের নমুনায় পাওয়া যায় সোয়াইন ফ্লু’র ভাইরাস। রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি রয়েছেন এই নায়িকা।
গত ১০দিন ধরে রাজস্থানের রাজকোট শহরের কাছে গোনডালে ‘প্রেম রতন ধন পাও’ ছবির শুটিংয়ে করছিলেন সোনাম। এখানে এসেই প্রবল জ্বরে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর সোয়াইন ফ্লু’র উপস্থিতি টের পাওয়া যায়।
 
স্টার্লিং হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ড. চিরাগ মাত্রাভেদি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, হাসপাতালের আলাদা একটি ওয়ার্ডে সোনম কাপুরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি মুম্বাইতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোনমের প্রশিক্ষকও সোয়াইন ফ্লু’তে আক্রান্ত এবং তিনি মুম্বাইয়ে তিনি চিকিত্সাধীন আছেন।
 
সূরজ আর বরজাতা পরিচালিত ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সোনমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে, সলমান খানকে।
প্রসঙ্গত, আগেও এই ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পরেছিলেন নায়িকা। সেবারও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।