রবিবার, ১ অক্টোবর, ২০১৭

হলিউডের টপ নায়িকারা

হলিউড বিশ্বের সবচেয়ে নামকরা ফিল্ম স্টার দের জায়গা। সারা বিশ্বের বিনোদন পিপাসু লোকদের চোখ থাকে এই হলিউড কে ঘিরে । জেনে নিন হাল আমলের দশজন শীর্ষ নায়িকার নাম । যা আপনার বিনোদন পিপাসা জুড়াবে ।

১।আলেক্সান্ড্রা ডাডারিও ( Alexandra Daddario ) : ৫ ফুট ৮ ইঞ্চি হাইটের এই নায়িকা রয়েছেন প্রথমেই । অনিন্দ্য সুন্দরী নায়িকার রূপে মাতোয়ারা সারা বিশ্ব । ইতালী, ফ্রেন্স,ইংলিশ ,চেক ও আইরিশ ভাষায় পারদর্শী তিনি ।




২।কোল গ্রেস মরিস : Chloe Grace Moretz :৫ ফুট ৪ ইঞ্চি হাইটের এই নায়িকা দেখতে অসাধারণ । এক নার্স ও সার্জনের ঘরে জন্ম নেয়া এই নায়িকা প্রথম গার্ডিয়ান পত্রিকার নজরে আসেন । কিক এ্যাস,কিক এ্যাস ২ , হাঙ্গার গেমস এইসব বড় সাফল্যের সিনেমাগুলতে রয়েছে উনার সাবলীল উপস্থিতি ।


৩। ইমি রসাম (Emmy Rossum) : দি ডে আফটার টুমরো,দি ফ্যানটম অফ দি অপেরা,ড্রাগনবল,ইভলুসন এইসব হিট ছবির নায়িকা তিনি । সদা হাস্যজ্জ্বল , লাস্যময়ী বিনোদন জগতের অন্যতম আকর্ষণ ।

৪। হেইলি স্টানফিল্ড (Hailee Steinfeld) : অনন্যসাধারণ শারীরিক সৌন্দর্যের অধিকারী হেইলি স্টানফিল্ড একজন উচুমাপের অভিনেত্রী । ছোটকাল থেকেই উনার অভিনয় প্রতিভার পরিচয় আমরা পেয়েছি । সেই রোমিও জুলিয়েট থেকে শুরু করে পিচ পার্ফৈক্ট ৩ এর মত ফিল্মে রয়েছে তার সরব উপস্থিতি ।


৫ ।ইমা রবার্টস ( Emma Roberts ) : মাল্টি ট্যালেন্টেড ইমা একজন সু গায়িকা এবং টিভি অভিনেত্রী হিসেবে আমেরিকায় অভিনয় শুরু করেন । উনার বহুমুখি প্রতিভার কারণে হলিউডের অত্যন্ত অভিজাত ও প্রতিদ্বন্দিতাপূর্ণ জায়গাতেও তার আসন পাকা পোক্ত করতে তিনি সমর্থ হয়েছেন ।

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

বলিউড সুন্দরী আলিয়া ভাটের কিছু অসাধারণ ফটোশুট

বলিউডে বর্তমানে যে কয়জন নায়িকা সবচাইতে আবেদনময়ী এবং বানিজ্যিকভাবে সফল ,আলিয়া ভাট তাদের মধ্যে অন্যতম । অভিনয় পরিবারে জন্ম বলে তার রয়েছে জন্মগত প্রতিভা। তা উনি বেশ কয়েকটি সিনেমাতেই দেখিয়েছেন । তার কিছু দারুণ ফটো দেয়া হলো এখানে ..





আপনি কি ফেসবুকে বেশি ‌‌‌‘লাইক’ পেতে চান ?

মানুষ অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এই দৃষ্টি আকর্ষণ করতে চাওয়া মানুষকে আরও সৃষ্টিশীল করেছে। সংগীত তারকা বলুন, অভিনেতা বা কবি-লেখক; সবার মূল তাগিদ তো অন্যের কাছে নিজেকে পৌঁছে দেওয়া। ফেসবুকের ‌লাইক নিয়ে ইতি বা নেতি যে আলোচনাই হোক, এটিও সেই দৃষ্টি আকর্ষণের আকাঙ্ক্ষারই ধারা। যে মানুষটা ফেসবুকে লাইক নিয়ে জ্বালাময়ী সমালোচনা করে লেখেন, তিনিও কিন্তু আখেরে লাইকই চান।
লাইক পেতে চাওয়া খারাপ কিছু নয়। খারাপ হলো, লাইক পাওয়ার নেশায় পেয়ে বসা। এটাই মূল ভয়। বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের ধারা বিশ্লেষণ করে দেখা গেছে, লাইক পাওয়ার এই আকাঙ্ক্ষা থেকে অনেকেই এমন অনেক কিছু করছেন, যা ঠিক নয়। যা হয়তো আমাদের মূল্যবোধের সঙ্গে মেলে না। আবার যা তাঁর নিজের জন্য, সমাজের জন্যও ভুল বার্তা দেয়।
আবার এ-ও ঠিক, লাইকের মাপকাঠি দিয়ে এখন সবকিছু বিচার করার প্রবণতাও তৈরি হয়েছে। এক অভিনেতা যদি অন্য অভিনেতার থেকে বেশি লাইক পান তাঁর কোনো পোস্টে; তার মানেই এমন নয়, লাইক বেশি পাওয়া অভিনেতাটিই ভালো। কারণ, দেখা গেছে, লাইকের সঙ্গে সংশ্লিষ্ট মানুষটির পেশার যোগসূত্র থাকলেও সেটি তত বড় নয় যে তা মাপকাঠি হয়ে উঠতে পারে; বরং সামাজিক মাধ্যমে সেই ব্যক্তিটি কী পোস্ট দিচ্ছেন, সেটিই লাইকসংখ্যাকে প্রভাবিত করে।
লাইকের কারিগরি একটি দিকও আছে। ফেসবুক কীভাবে কোন তথ্য কার কাছে পৌঁছাবে, এর একটি প্রোগ্রাম করা থাকে। ফেসবুকের এই এলগরিদম নিয়ত পাল্টায়ও। যেমন ফেসবুক এখন চায় ভিডিও ও ছবিকে বেশি গুরুত্ব দিতে। এমন অনেক নেপথ্য কারিগরি দিক আছে, যা আমরা জানি না। আবার ফেসবুকে লাইক কেন মানুষ দেয়, এ নিয়ে বেশ কিছু মনস্তাত্ত্বিক গবেষণাও কিন্তু হয়েছে।
স্ট্যাটাস বা পোস্টের ধরন
যুক্তরাষ্ট্রের বিশ্লেষক-ফার্ম ‘কিসমেট্রিকস’-এর ফেসবুক নিয়ে গবেষণায় কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ফেসবুকে ছবি পোস্ট করলে সাধারণত ৫৩ শতাংশ বেশি লাইক পাওয়া যায়। ১০৪ শতাংশ কমেন্টস ও ৮৪ শতাংশ লাইক বেশি পাওয়া যায় ছবিভিত্তিক স্ট্যাটাসে। পোস্টে লেখার ব্যাপ্তি নিয়েও কিছু পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ন্যূনতম ৮০ শব্দের মধ্যে পোস্ট দিলে ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে ৬৬ শতাংশ সম্পৃক্ততা বাড়ে।
নিয়ম করে প্রতিদিন দু-একবার পোস্ট করলে ‘লাইক’-এর সংখ্যা ধীরে ধীরে বাড়বে। তবে নিরপেক্ষ পোস্টে মানুষ লাইক কম দেয়। নেতিবাচক পোস্ট কিংবা মানবিক কোনো ব্যাপারে মানুষের লাইক দেওয়ার প্রবণতা বেশি। এ ছাড়া সপ্তাহে ন্যূনতম এক থেকে চারবার পোস্ট করলে ৭১ শতাংশ বেশি সাড়া পাবেন বন্ধু কিংবা ফলোয়ারদের কাছ থেকে।
ফেসবুক ইদানীং ভিডিওকে গুরুত্ব দিচ্ছে। আপনার মুঠোফোনটিকে ব্যবহার করতে পারেন। তবে ফেসবুকের যেকোনো পোস্টের ক্ষেত্রে একটি সূত্র সব সময় মনে রাখবেন: কী পোস্ট করব, এটা একবার ভাবার সময় দশবার ভাববেন কী পোস্ট করব না।
চাই বুদ্ধির ঝিলিক
বিখ্যাত কেউ ফেসবুকে যা-ই পোস্ট করুক, তা ‘ভাইরাল’ হতে সময় লাগে না। কিন্তু আমজনতার ক্ষেত্রে এ কথা খাটে না। আম-আদমি থেকে নিজেকে আলাদা করতে হলে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে একটু বুদ্ধি দিয়ে।
১. ‘লাইক’ কথাটার গুরুত্ব বুঝে লাইক দিন। প্রচলিত ধারণা হলো, ফেসবুকে জনপ্রিয় হতে সব ধরনের পোস্টে লাইক দিয়ে যাওয়া। এতে নিজের অ্যাকাউন্টেও বেশি বেশি লাইক ফেরত পাওয়ার সম্ভাবনা দেখেন অনেকে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। অপ্রীতিকর, বিতর্কিত কোনো পেজ কিংবা কারও পোস্টে লাইক দিলে উল্টো আপনার অ্যাকাউন্টে লাইকের সংখ্যা কমতে পারে! কেননা, মানুষ তখন ভেবে নেবে আপনার ব্যক্তিত্ব কিংবা চিন্তাচেতনায় সমস্যা আছে।
২. ফেসবুক পোস্টের ক্ষেত্রে মনে রাখা উচিত, যেটা আপনার ভালো লাগছে, সেটা আরেকজনের ভালো না-ও লাগতে পারে। এ কারণে সবকিছুই ফেসবুকে পোস্ট করা ঠিক নয়। বিরক্তিকর নয়, ব্যতিক্রমী পোস্ট করুন। মানুষ ব্যতিক্রমী যেকোনো কিছুই পছন্দ করে। সেটা হতে পারে মজা, হাসি-কান্না কিংবা যেকোনো কিছু; শুধু ব্যতিক্রমী হতে হবে।
৩. মানুষ খবর পেতে ভালোবাসে, খবর দিতেও ভালোবাসে। এখন তো যেকোনো খবর সংবাদমাধ্যমের চেয়ে ফেসবুকেই আগে পাওয়া যায়। এ কারণে বিশ্বস্ত সূত্রের নানা ধরনের খবর শেয়ার দিন। পাশাপাশি খবর নিয়ে নিজের ব্যক্তিগত মতামতও লিখুন। এতে মানুষ আপনাকে আলাদা করে চিনবে, গুরুত্ব দেবে। লিখতে পারেন সাম্প্রতিক আলোচিত যেকোনো বিষয় নিয়ে। সেটা হতে পারে খেলা, রাজনীতি, সংস্কৃতি কিংবা বিনোদন জগৎ নিয়ে। তবে সামাজিক যেকোনো সমস্যা নিয়ে লেখা মানুষ পছন্দ করে।
৪. বিশেষ দিনকে বিশেষভাবে ব্যবহার করুন। ধরুন, আপনার বন্ধুর জন্মদিন। এমনিতে জন্মদিনের শুভেচ্ছা তো জানাবেনই, পারলে তাঁকে নিয়ে ব্যতিক্রমী কিছু করুন। আপনার বন্ধুর জন্মদিনে কোন কোন বিখ্যাত মানুষ জন্মেছে, তা খুঁজে বের করে মজার কিছু লিখতে পারেন। মনে রাখবেন, ফেসবুকে সৃজনশীলতার আলাদা কদর আছে।
৫. ফেসবুকে বেশি লাইক পেতে পোস্টের ‘টাইমিং’ বেশ গুরুত্বপূর্ণ। কোনো ঘটনার রেশ কাটার আগে তা নিয়ে পোস্ট করা উচিত। জরিপগুলো বলছে, কোনো আলোচিত ঘটনা ঘটলে ফেসবুকে মানুষের উপস্থিতি বাড়ে। আবার ছুটির আগের রাতে, ছুটির দিন সন্ধ্যার পর মানুষ সামাজিক মাধ্যমে আসেন। ছুটিতে কে কী করলেন তা জানাতে বা জানার আগ্রহ থাকে বলে এ সময় সামাজিক মাধ্যমে মানুষের উপস্থিতি বাড়ে।
আরও কিছু তথ্য
প্রোফাইল ছবিতে অভিনবত্ব আনুন, মাঝেমধ্যে প্রোফাইল ছবি পাল্টান। সিনেমা কিংবা বই-রিভিউ করুন নিজস্ব ঢংয়ে। সেটা মজার হলে ভালো। মাঝেমধ্যে হাঁটুন সমালোচনার রাস্তায়। তবে সমালোচনা যেন অযৌক্তিক না হয়। যদিও ঢালাও মন্তব্য বা ঝাঁজাল কিছু লিখলে ফেসবুকে মানুষ সাড়া দেয় বেশি। কিন্তু এর কিছু বিপদও আছে। আছে আইনি ঝামেলাও।
নিজের আবেগ-অনুভূতি নিয়ে পোস্ট করুন, তবে সেটা সংখ্যায় পরিমিত হওয়াই ভালো। মনে রাখবেন, অশ্লীল কিংবা সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বেশি লাইক পাওয়া দূরের কথা, উল্টো বিপদে পড়ার আশঙ্কাই বেশি। লেখালেখির হাত ভালো হলে নানা বিষয় নিয়ে লিখুন, যা মানুষকে ভাবতে বাধ্য করবে। কারও বিপদে পাশে দাঁড়ানোর অভ্যাস থাকলে এ ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে অনেক বড় একটা ‘প্ল্যাটফর্ম’।
ব্যবসায়িক পেজ হালনাগাদ রাখা
আপনার ব্যবসা-বাণিজ্যের প্রধান ফটক হতে পারে ফেসবুকে সেই ব্যবসার প্রচারের জন্য বানানো পেজ। প্রোফাইল ও কাভার ছবি ভালো রেজল্যুশনে হওয়া গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই হতে হবে ব্যবসাভিত্তিক কোনো ছবি। আপনার পণ্যের নানা গুণাবলি নিয়ে নিয়মিত পোস্ট করুন। পণ্য যত ভালোই হোক না কেন, তা প্রচারে নিয়মিত পোস্ট না করলে বেশি লাইক আসবে না। পেজের ‘অ্যাবাউট’ সেকশন সব সময় হালনাগাদ থাকতে হবে। মনে রাখবেন, মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই ব্যবসায়িক পেজে সব তথ্য সঠিক না হলে ‘ফলোয়ার’ সংখ্যা কমাই স্বাভাবিক। আর ফলোয়ার সংখ্যা কমা মানে তো লাইকও কমে যাওয়া।
শেষ কথা
ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিচারে ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। বাংলাদেশে যত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হয়, তার মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক ব্যবহারকারী। ফেসবুক আপনার দৃষ্টি আকর্ষণের মাধ্যম হতে পারে। তবে সেটিকে ব্যবহার করতে হবে ধৈর্য, বুদ্ধি আর সৃজনশীলতার মিশ্রণে। নেশায় যেন পেয়ে না বসে আবার!

ফেসবুকের সব সুন্দরীই আসলে সুন্দর নাও হতে পারে ।

ফেসবুকের অনেক বিজ্ঞাপনে সুন্দর চেহারার ছেলে-মেয়ের ছবি দেখানো হয়। এসব ছবি দেখে আশ্চর্য হবেন না। এর পেছনে থাকে অনেক ফটোশপ, গ্রাফিকসের কাজ। এ ধরনের ছবি বা ভিডিও সাধারণত ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যবহার করা হয়। সম্প্রতি ফেসবুকে ভুয়া প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনে এমন চটকদার ছবি ও ভিডিওর ব্যবহার বেড়েছে।


প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ফেসবুকে অনেক লোভনীয় অফার থাকে। আকর্ষণীয় ও চটকদার বিজ্ঞাপনের আড়ালে ব্যবহারকারীকে প্রলুব্ধ করার মতো অনেক কিছুই আছে ফেসবুকে। যেমন: ফেসবুকে রং ফরসাকারী অনেক ক্রিমের চটকদার ভিডিও দেখা যায়। এসব ভিডিওতে এমন ক্রিম দেখানো হয়, যাতে বলিরেখা বা ত্বকের দাগ দ্রুত দূর হওয়ার বিষয়টি দেখানো হয়। ত্বক সুন্দর দেখাতে এসব বিজ্ঞাপন এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে দর্শকেরা সহজে আকৃষ্ট হন। উচ্চমানের ছবি, পেশাদার গ্রাফিকস ও আকর্ষণীয় বার্তা দিয়ে এসব ক্রিম কিনতে বলা হয়।

ব্যবহারকারীর সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুকে নানান চটকদার বিজ্ঞাপন ছাড়া হয় বলে সতর্ক করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁরা বলেন, যাঁরা কার্ড ব্যবহার করে এ ধরনের পণ্য কেনেন, তাঁদের ঠকার ঝুঁকি বেশি থাকে।
এ ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটে এ ধরনের বিজ্ঞাপনে ক্লিক করা থেকে ব্যবহারকারীকে বিরত থাকতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। যদি কারও এ ধরনের পণ্য সম্পর্কে জানার আগ্রহ থাকে, তবে তাঁদের উচিত শুরুতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে সার্চ করে খোঁজ নেওয়া। তথ্যসূত্র: স্নোপস, বিজনেস ইনসাইডার

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

বলিউডের তিন সুন্দরী

আপনাদের কাছে কোন তিনজন বলিউড সুন্দরী সবচেয়ে আকর্ষনীয় মনে হয় ? দিপিকা,আলিয়া না দিশা ।
তিনজন ই আছেন টপ চার্ট এ । তারা শুধু তাদের রূপ দিয়েই নয় , তাদের অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে দিয়েছেন সারা পৃথিবী ।


রবিবার, ১ মার্চ, ২০১৫

প্রেম করছেন এমা-প্রিন্স হ্যারি!

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এমা ওয়াটসনের প্রেমে পড়েছেন হ্যারি! না না, এই হ্যারি ‘হ্যারি পটার’-এর হ্যারি নয়, ইংল্যান্ডের ছোট যুবরাজ। ‘ওমেন্স ডে’ দাবি করেছে, প্রিন্স হ্যারি ও এমা ওয়াটসন গোপনে প্রেম করছেন।
বেশ কিছুদিন হলো প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই যুগলকে। কখন লেট নাইট পার্টি, তো কখনো পাঁচতারা হোটেলে লাঞ্চ। সকাল থেকে রাত, সবর্দা নাকি একসঙ্গে সময় কাটাছেন এই জুটি। তবে লুকিয়ে নয়, সবটাই প্রকাশ্যে। আর এ থেকেই সন্দেহ দানা বাঁধছে যে, হ্যারি-এমা প্রেম করছেন।

 
প্রেমের এই গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে, এমার সঙ্গে ম্যাট জেনির দীর্ঘদিনের সম্পর্কের ইতি। আর এটি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমেও সৃষ্টি হয়েছে তুমুল সমালোচনার ঝড়। এই আলোচনাকে কেন্দ্র করে দুইভাগ সাইবার দুনিয়া। এক দল চাইছেন, এমার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক গুজব নয়, যেন এই প্রণয়ের সম্পর্ক বাস্তবে রূপ পায়। অন্যদিকে নিন্দুকেরা বলছেন, আভিজাত্যের জন্যই নাকি এমা আঁঁকড়ে ধরতে চাইছেন যুবরাজকে।
তবে এই সব গুঞ্জণকে নাকোচ করে দিয়েছেন এমা। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, ‘বিশ্বকে এটা মনে রাখতে হবে যে, মিডিয়াতে যা লেখা হয় তার সবকিছু বিশ্বাস করতে হয় না। ... একই সঙ্গে কোনো প্রিন্সকে বিয়ে করা প্রিন্সেস হওয়ার জন্য পূর্বশর্ত নয়।’
টুইটার বার্তায় এমা ‘অল গার্লস আর প্রিন্সেস’ শিরোনামে ইউটিউবের একটি ভিডিও সংযুক্ত করেছেন। সূত্র: কলকাতা২৪ ও ফক্স নিউজ।

কিম কার্ডাশিয়ান :এক রাতের জন্য ১ মিলিয়ন ডলার!


 হলিউড অভিনেত্রী কিম কার্ডাশিয়ানকে এক রাত কাটানোর জন্য ১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ আদিল আল ওতাইব। কানাঘুষা চলছে যে যুবরাজের এই প্রস্তাব নাকি কিম গ্রহণও করেছেন!
জানা গেছে, নতুন বছরের জানুয়ারিতে সৌদি রাজ পরিবারের কয়েক দিনব্যাপী একটি পার্টিতে কিম কার্ডাশিয়ানকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ। শুধু তাই নয়, সারা রাত যুবরাজের সাথে রাত কাটানোর জন্য তাকে এই বিপুল অংকের অর্থের প্রস্তাবও দেওয়া হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্রাগামে কিমকে এই প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ।


অবশ্য এই ধরণের প্রস্তাব কিমের জন্য এটাই প্রথম নয়, এর আগে ২০১৩ সালে ভিয়েনা বলে ৮১ বছরের রিচার্ড লাগনারের সাথে এক রাত কাটানোর জন্য ৫০,০০০০ ডলার ব্যাগে পুরেছিলেন কিম। এবার সৌদি যুবরাজের প্রস্তাব এই অংককেও ছাড়িয়ে গেছে। তবে এই প্রস্তাব এখনো অফিসিয়ালভাবে গ্রহণের কথা স্বীকার করেননি এই হলিউড অভিনেত্রী। পার্টিতে প্রতি রাতের জন্য কিমকে প্রস্তাব দেওয়া হয়েছে এক মিলিয়ন ডলার করে।
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী সংসার করছেন র্যা পার কেন ওয়েস্টের সাথে। তার একটি কন্যা সন্তানও রয়েছে।