রবিবার, ১ অক্টোবর, ২০১৭

হলিউডের টপ নায়িকারা

হলিউড বিশ্বের সবচেয়ে নামকরা ফিল্ম স্টার দের জায়গা। সারা বিশ্বের বিনোদন পিপাসু লোকদের চোখ থাকে এই হলিউড কে ঘিরে । জেনে নিন হাল আমলের দশজন শীর্ষ নায়িকার নাম । যা আপনার বিনোদন পিপাসা জুড়াবে ।

১।আলেক্সান্ড্রা ডাডারিও ( Alexandra Daddario ) : ৫ ফুট ৮ ইঞ্চি হাইটের এই নায়িকা রয়েছেন প্রথমেই । অনিন্দ্য সুন্দরী নায়িকার রূপে মাতোয়ারা সারা বিশ্ব । ইতালী, ফ্রেন্স,ইংলিশ ,চেক ও আইরিশ ভাষায় পারদর্শী তিনি ।




২।কোল গ্রেস মরিস : Chloe Grace Moretz :৫ ফুট ৪ ইঞ্চি হাইটের এই নায়িকা দেখতে অসাধারণ । এক নার্স ও সার্জনের ঘরে জন্ম নেয়া এই নায়িকা প্রথম গার্ডিয়ান পত্রিকার নজরে আসেন । কিক এ্যাস,কিক এ্যাস ২ , হাঙ্গার গেমস এইসব বড় সাফল্যের সিনেমাগুলতে রয়েছে উনার সাবলীল উপস্থিতি ।


৩। ইমি রসাম (Emmy Rossum) : দি ডে আফটার টুমরো,দি ফ্যানটম অফ দি অপেরা,ড্রাগনবল,ইভলুসন এইসব হিট ছবির নায়িকা তিনি । সদা হাস্যজ্জ্বল , লাস্যময়ী বিনোদন জগতের অন্যতম আকর্ষণ ।

৪। হেইলি স্টানফিল্ড (Hailee Steinfeld) : অনন্যসাধারণ শারীরিক সৌন্দর্যের অধিকারী হেইলি স্টানফিল্ড একজন উচুমাপের অভিনেত্রী । ছোটকাল থেকেই উনার অভিনয় প্রতিভার পরিচয় আমরা পেয়েছি । সেই রোমিও জুলিয়েট থেকে শুরু করে পিচ পার্ফৈক্ট ৩ এর মত ফিল্মে রয়েছে তার সরব উপস্থিতি ।


৫ ।ইমা রবার্টস ( Emma Roberts ) : মাল্টি ট্যালেন্টেড ইমা একজন সু গায়িকা এবং টিভি অভিনেত্রী হিসেবে আমেরিকায় অভিনয় শুরু করেন । উনার বহুমুখি প্রতিভার কারণে হলিউডের অত্যন্ত অভিজাত ও প্রতিদ্বন্দিতাপূর্ণ জায়গাতেও তার আসন পাকা পোক্ত করতে তিনি সমর্থ হয়েছেন ।