শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

শাহরুখের অনুষ্ঠানে আগুন লেগেছিল

শাহরুখ খানের আগামী রিয়্যালিটি শো 'ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন'-এর প্রোমো। কৌন বনেগা ক্রোড়পতি এবং ক্যায়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়-র পর তৃতীয়বার শাহরুখকে টিভি শো হোস্ট হিসেবে দেখা যাবে।

'ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন'-এর চূড়ান্ত পর্বের শ্যুটিং চলছিল মুম্ব‍াই এর আর কে স্টুডিওতে। তখনই সেটে আগুন লেগে যায়। সেই সময়ে সেটে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারাহ খান, আলিয়া ভাট এবং অনুশকা শর্মা।

আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় চেম্বুর দমকলে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। ক্ষয়-ক্ষতিও তেমন কিছু হয়নি। তবে স্টুডিওর এক কর্মী আগুন লাগার কথা স্বীকার করেছেন সংবাদসংস্থার কাছে। জানা গিয়েছে সেটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

মার্কিন টিভি সিরিজে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া

আমেরিকার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবিসির নতুন একটি টিভি সিরিজে কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। নাম ‘কুয়ান্টিকো’। এতেে অ্যালেক্স ওয়েভার চরিত্রে দেখা যাবে ৩২ বছর বয়সী এই ভারতীয় অভিনেত্রীকে। এফবিআইয়ে প্রশিক্ষণ নিচ্ছে মেয়েটি। ভার্জিনিয়ার কুয়ান্টিকো শহরে পা রাখার পর অতীতকে ফিরে পায় সে।




এফবিআইয়ের একদল তরুণ কর্মীকে ঘিরেই সিরিজটির গল্প। ভার্জিনিয়ার কুয়ান্টিকোতে প্রশিক্ষণ চলাকালে এফবিআইতে যোগ দেওয়ার নির্দিষ্ট কারণ খুঁজে পায় প্রত্যেকে। এটি যৌথভাবে প্রযোজনা করছেন মার্ক গর্ডন, জশ স্যাফরান ও নিক পিপার।

প্রিয়াঙ্কা এখন যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে। এ বছর বলিউডে মুক্তি পাবে তার অভিনীত জোয়া আখতারের ‌‘দিল ধাড়কানে দো’ এবং সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবি।

এর আগে বলিউড তারকাদের মধ্যে নিমরাত কৌর ও মল্লিকা শেরাওয়াত মার্কিন টিভি সিরিজে অভিনয় করেছেন।

এপ্রিলে ঢাকা আসছেন দীপিকা পাড়কুন

বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ঢাকা আসছেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে দীপিকার এই সফর। আগামী এপ্রিল মাসের শেষভাগে দীপিকা বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, দীপিকা পাড়ুকোন একটি সাবানের প্রচারদূত হিসেবে ঢাকায় আসবেন।
এ ক্যাম্পেইনের অংশ হিসেবে এরই মধ্যে দীপিকার বাংলাদেশে আসার খবর ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।


তারিখ এখনো চূড়ান্ত না হলেও এপ্রিলের শেষভাগেই দীপিকাকে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে। দীপিকা ঢাকায় আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে দীপিকার সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকজন তারকাও থাকবেন। দীপিকা–ভক্তরাও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।